ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের গায়ে পোশাক না থাকায়...

প্রকাশিত: ১২:০২ পিএম, ০২ আগস্ট ২০১৫

টাঙ্গাইলে পুলিশের বাসে হামলা চালিয়েছে ধর্মঘট ডাকা সিএনজি অটোরিকশা শ্রমিকরা। রোববার দুপুরে দেলদুয়ার সড়কের পুটিয়াজানি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, রোববার মানিকগঞ্জ পুলিশ লাইন মাঠে টাঙ্গাইল পুলিশ লাইন ও মুন্সিগঞ্জ পুলিশ লাইনের পুলিশদের মধ্য ফুটবল খেলার কথা রয়েছে।  সেই খেলায় অংশগ্রহণের জন্য টাঙ্গাইল পুলিশ লাইনের পুলিশ ধলেশ্বরী বাস (চট্র মেট্রো -জ ১১-০১৫৮) যোগে মানিকগঞ্জ যাচ্ছিল । এসময় ওই সড়কে সিএনজির পরিবর্তে বাস সার্ভিস চালু করা হয়েছে ভেবে সিএনজি শ্রমিকরা পুলিশবহনকারী বাসটিতে হামলা চালায়।  এসময় বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এসময় পুলিশ সদস্যরা তাদের পরিচয় দেয়া সত্ত্বেও পোশাক না থাকায় তারা ভাঙচুর অব্যাহত রাখে।  এতে কয়েকজন পুলিশ আহত হয়।  এ সংবাদ পেয়ে দ্রুত টাঙ্গাইল ও দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন।

এ প্রসঙ্গে দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।  এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেফতার ও থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টা ধর্মঘটের প্রথম দিনের কর্মসূচি চলছিল।

এমএএস/এমআরআই