টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সকালে কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন এবং মির্জাপুরের কুর্নি এলাকায় বাসচাপায় একজন নিহত হয়।
নিহতরা হলেন, ট্রাকের চালক আশিক হাসান (২৫), ব্যবসায়ী তৈয়বর রহমান (৫০) এবং টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে সাগর (১০)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, সকালে ঢাকাগামী চালভর্তি একটি ট্রাক কালিহাতী উপজেলার চরবাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কার্টুনভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের পাঁচজন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক ও তৈয়বরকে মৃত ঘোষণা করেন।
এদিকে সকালে সাগর তার মায়ের সঙ্গে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কুর্নি এলাকায় রাস্তা পার হচ্ছিলো। এ সময় অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাগরের মাকে মির্জাপুর কুমুদীনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি