চট্টগ্রাম বন্দরে কোকেন : সতর্কতার সাথে তদন্তে আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরে কোকেন আমদানির মামলা সতর্কতার সাথে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আলামত গুলো যেন নষ্ট না হয় এজন্য সেগুলো সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম মামলার তদন্ত কর্মকর্তাকে এ আদেশ দিয়েছেন। রোববার এ মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের সময় ধার্য দিনে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (উত্তর) মো.কামরুজ্জামান এর দাখিলকৃত অগ্রগতি প্রতিবেদনে আদালত সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলী ও মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কোকেনের আলামতের রাসায়নিক পরীক্ষার দু’টি প্রতিবেদন পেয়েছে তদন্ত সংস্থা। সিআইডি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিবেদন দু’টি আদালতে উপস্থাপন করা হয়েছে।
আদালত সতর্কতার সঙ্গে মামলার তদন্ত এগিয়ে নেয়া এবং আলামত হিসেবে সংগ্রহ করার উপকরণগুলো যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেন।
এআরএস/আরআইপি