চট্টগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির তদন্ত শুরু
চট্টগ্রামের রাউজান থানার এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি জাহাঙ্গীর আলমকে।
অভিযুক্ত পুলিশ সদস্য রাউজান থানায় কর্মরত এএসআই ফারুক। তার বিরুদ্ধে সোর্সের মাধ্যমে সিএনজি অটোরিকশায় ইয়াবা রেখে চালকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অভিযোগের পরপরই তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
এএসপি জাহাঙ্গীর আলম মঙ্গলবার জাগো নিউজকে বলেন, অভিযোগ তদন্তের মৌখিক নির্দেশ পেয়েছি। ঘটনা তদন্তে গিয়েছিলাম। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ হাতে এসেছে। অভিযোগের সত্যতা মিললে এএসআই ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আবু আজাদ/এএইচ/এমএস