ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন

প্রকাশিত: ০৮:২৫ এএম, ০২ আগস্ট ২০১৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় কপোতাক্ষ নদের প্রবল জোয়ারে প্রায় দুইশ ফুট বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম ও দুইশতাধিক বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। শনিবার রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে এ বেড়িবাঁধ ভেঙে যায়।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে দুই শতাধিক এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধটি সংস্কারের চেষ্টা চলছে। তিনি জাগো নিউজকে জানান, কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বার বার বলা সত্ত্বেও তারা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় প্রায় ২শ ফুট এলাকা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে শূভাদ্রাকাটি, তালতলা, রুয়েরবিলসহ নতুন নতুন এলাকা প্লাবিত হবে। এখানে নিম্নাঞ্চলের প্রায় তিনশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ও দুইশ বিঘা মৎস্য ঘের ভেসে গেছে।

অন্যদিকে, আশাশুনি উপজেলার জেলেখালী দয়ারঘাট ও মনিপুর এলাকার বেড়িবাঁধেও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে সেখানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয় জনসাধারণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এমজেড/এমএস