ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুরনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ফয়সাল খান | প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০২ জুন ২০১৮

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির মান্দ্রা গ্রামে পুরন সমাজসেবা সংগঠনের উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য জসিম পাইক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

iftar

ইফতার ও সেহরি সামগ্রীর মধ্যে ছিল- ছোলা, মুড়ি, খেজুর, চিনি, মুসর ও খেসারি ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল এবং মাদরাসায় এতিম শিক্ষার্থীদের জন্য চাল।

iftar

প্রধান অতিথি জসিম পাইক বলেন, পুরন সমাজসেবা সংগঠনটি মান্দ্রা গ্রামের যুবকদের নিয়ে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এভাবে প্রত্যেকটি গ্রামে যুবকরা গরীব ও দুঃস্থদের পাশে দাঁড়ালে সমাজে এক সময় গরীব ও দুঃস্থ বলে কিছু থাকবে না।
Ifter
পুরনের অন্যতম সদস্য মিলন, হুমায়ূন ও তরিকুল ও সভাপতি শাহরুখ খান বলেন, পুরন একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন। আমরা সব সময় অসহায়দের পাশে ছিলাম, আছি এবং থাকব, ইনশাল্লাহ। পুরন এর আগেও বন্যার্ত ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ, গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল।

অনুষ্ঠানে পুরন অন্যান্য সদস্যদের মধ্যে রতন শেখ, মোজাম্মেল শেখ, নুমান খান, ইউসুফ পাইক, সাজ্জাদ বেপারী, হিমেল দেওয়ান, কনিক বেপারী, সোহান ঢালী, শাওন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএস

আরও পড়ুন