ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই শিশুসহ মায়ের বিষপান : শিশুদের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০১ আগস্ট ২০১৫

বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে শনিবার সন্ধ্যায় দুই শিশুসহ বিষপান করেছেন এক গৃহবধু। ঘটনার পর তাদের সবাইকে বরগুনা জেনারেল হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৯টার দিকে সেখানে মৃত্যু হয় তায়িবা (৩) ও মৌমি (৫) নামের দুই শিশুর।

গুরুতর অসুস্থ অবস্থায় স্ত্রী রোজীকে (২৬) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগন।

নিহত দুই শিশুর পিতার নাম রোমান পঞ্চায়েত। তিনি লেমুয়া গ্রামের পঞ্চায়েত বাড়ির সুনু পঞ্চায়েতর ছেলে। ঘটনার সময় রোমান পঞ্চায়েত বাড়ির বাইরে ছিলেন। তবে গৃহকর্মী হারুনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে গৃহবধু রোজী একটি বিড়াল মারার জন্য তাকে বাজার থেকে বিষ আনতে বলেন। শুক্রবার সকালে হারুন (৩০) বাজার থেকে রোজীকে বাসুডিন এনে দেন।

পরের দিন শনিবার সন্ধ্যায় গৃহবধু রোজী হারুনকে দোকান থেকে চানাচুর কিনে আনতে পাঠায়। হারুন দোকান থেকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ভিতরের শিশুদের কান্না শুনতে পান। এসময় তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন দুই শিশুকে বিষপান করিয়ে গৃহবধু রোজী নিজেও বিষপান করেছেন।

এসময় হারুন স্বজনদের খবর দিলে স্বজনেরা দুই শিশুসহ রোজীকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ৯টার দিকে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়। এসময় উপস্থিত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে বরগুনা জেনারেল হাসপাতাল।

খবর পেয়ে বরগুনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/বিএ