ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় ৩১ শ্রমিক নিয়ে ট্রলার ডুবি: নিখোঁজ ৩

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০১ আগস্ট ২০১৫

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ৩১জন শ্রমিক নিয়ে একটি মাটি বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। শনিবার দুপুর আড়াই টার দিকে উপজেলার মাওয়া এলাকার পদ্মা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, ট্রলারটি ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী থেকে ইটের ভাটার জন্য মাটি নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলীর দিকে যাচ্ছিল। ঘূর্ণিঝড় কোমেনের কারণে উত্তাল পদ্মার ঢেউ এর ধাক্কায় মাটি ভর্তি ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ৩১জন শ্রমিক ছিল। এদের মধ্যে ২৮জনকে চায়না মেজর ব্রীজের কর্মচারীরা ৪টি স্পীড বোট নিয়ে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় বাকি তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তীব্র ঢেউ এর আঘাতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারের যাত্রী সবাই শ্রমিক। উদ্ধার কাজের জন্য নৌ পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে রয়েছে বলেও তিনি জানান।

এসঅাইএস/আরআইপি