ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:১৪ এএম, ০১ আগস্ট ২০১৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি শাখায়াত হোসেনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি রামগঞ্জ উপজেলার দক্ষিণ হাজীপুর গ্রামের মৃত মমিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ অভিযান চালিয়ে শাখায়াতকে গ্রেফতার করেন।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাজাপ্রাপ্ত শাখায়াত চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাজল কায়েস/এসএস/এমআরআই