ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেয়াই ছাড় পায়নি, প্রমাণ পেলে বদিও ছাড় পাবে না : কাদের

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৬ মে ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ সদস্য আবদুর রহমান বদির বেয়াই আকতার কামাল যেমন ছাড় পায়নি তেমনি অপরাধ বা অভিযোগের প্রমাণ পেলে বদিও ছাড় পাবে না।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় সড়কের উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কোনো মাদক ব্যবসায়ী ছাড় পাবেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে জনগণ। কেবলমাত্র মতলববাজর এ অভিযানের সমালোচনা করছেন। এই মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করছে। তাই এটিকে এখনি নির্মূল করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলি করবে আর তখন কী জুঁই ফুলের গান গাইবে পুলিশ?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা গেছেন কলকাতায় বিশ্বভারতী ক্যাম্পাসে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে। কাজেই তিস্তার পানি বণ্টন এবার তার সফরের এজেন্ডা নয়। কিন্তু তারপরও এবারের সফরে তিস্তা চুক্তির বিষয়টি নিয়ে অগ্রগতি হয়েছে বলে নিশ্চিতভাবে বলতে পারি।

পরিদর্শনকালে সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএম/এমএস

আরও পড়ুন