ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৬ এএম, ২৬ মে ২০১৮

জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তবে নিহতের নাম ঠিকানা জানা যায়নি।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে ভিমপুর এলাকায় যায়। টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ওই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ফেনসিডিল, এক নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।

এমবিআর

আরও পড়ুন