ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে ১০ প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৪ মে ২০১৮

চট্টগ্রামের পাহাড়তলী থানার অলংকার মোড় ও আবদুল আলী হাট এলাকায় অভিযান চালিয়ে ১০ প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন চসিক রাজস্ব সার্কেল-৬ এর কর কর্মকর্তা, উপ কর কর্মকর্তা ও চট্টগ্রাম মহানগর পুলিশ।

Jorimana-(2)

চসিক সূত্র জানায়, পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগে আলিফ হোটেলকে ৪০ হাজার টাকা, অলংকার শপিং সেন্টারে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা করায় জিপ জোনকে পাঁচ হাজার, পপুলার টেইলার্সকে পাঁচ হাজার, রাজপুরী কালেকশনকে পাঁচ হাজার এবং মদিনা কালেকশনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আবদুল আলী হাট কাঁচা বাজারে দোকানে দ্রব্যের মূল্য তালিকা না থাকায় নাছির স্টোরকে পাঁচ হাজার, ইদ্রিছ স্টোরকে পাঁচ হাজার, সন্দিপ স্টোরকে পাঁচ হাজার, বাহার স্টোরকে পাঁচ হাজার ও মরিয়ম স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আবু আজাদ/এএইচ/পিআর

আরও পড়ুন