ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে গুলি ও ইয়াবাসহ ২ যুবক আটক

প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০১ আগস্ট ২০১৫

গাজীপুরে গুলি, ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ। গাজীপুর মহানগরীর বিএডিসিবাজার এলাকা থেকে শুক্রবার রাতে পিস্তলের ৪ রাউন্ড গুলি, পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গাজীপুর শহরের বিলাশপুর এলাকার মফিজ উদ্দিন মুন্সির ছেলে আশরাফুল আলম (৩৮) ও একই এলাকার আহাদ আলীর ছেলে বাদশা জাহাঙ্গীর (৩৪)।

গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ডেরিক স্টিফেন কুইয়্যা জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিলাশপুর রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়া হয়। পরে সন্দেহজনক দুটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে কারের চালকরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালাতে থাকে। এসময় ধাওয়া করে রাত ৮টার দিকে বিএডিসি বাজার এলাকায় কার দুইটিকে আটক করা হয়। পরে প্রাইভেটকার ও দুই যুবকের দেহ তল্লাশি করে পিস্তলের ৪ রাউন্ড গুলি, পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাইভেটকার দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
                            
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস