খাতুনগঞ্জে পিকআপের ধাক্কায় শ্রমিক নিহত
চট্টগ্রামে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গাড়ি থেকে মালামাল নামানোর সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. কামাল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাতে খাতুনগঞ্জের নবী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কামাল কুমিল্লা জেলার মুরাদনগর থানার জারু মিয়ার ছেলে। তিনি নগরের বাকলিয়ায় ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, ‘রাতে গুদাম থেকে ট্রাকে মালামাল তোলার কাজ করছিলেন শ্রমিক কামাল। নবী মার্কেট এলাকার রাস্তা দিয়ে মাথায় বোঝা নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আবু আজাদ/এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ