ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে মাদকবিরোধী অভিযানে চারদিনে আটক ২৮

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২২ মে ২০১৮

মাদকবিরোধী বিশেষ অভিযানে গত চার দিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ২৮ জনকে আটক করেছে। আটকরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ২৭ টি মামলা হয়েছে।

এছাড়া গত চার দিনের অভিযানে এক হাজার ২৪১ পিস ইয়াবা ও এক কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে একটি পাইপগান, একটি চাপাতি ও একটি রামদা জব্দ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. নাসির উদ্দিন মল্লিক জানান, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত চার দিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ২৮ জনকে আটক করেছে।

সহকারী কমিশনার (এসি) মো. নাসির উদ্দিন মল্লিক জানান, বরিশাল মহানগরীর চার থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন। মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা

সাইফ আমীন/এফএ/পিআর