ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় জলাবদ্ধতা দূরিকরণে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১০:৩৭ এএম, ৩১ জুলাই ২০১৫

জেলার ডুমুরিয়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে খাল বিল থেকে নেট-পাটা ও বাঁধ উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সারা দিন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজা জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী এবং মাসিক আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্তের আলোকে উপজেলার বিলপাটেলা, মাধবকাটি, মির্জাপুর, সাজেয়াড়া ও গুটুদিয়া এলাকাস্থ নদী-নালাগুলির নেটপাটা উচ্ছেদ করা হয়েছে। সেখানে অপরিকল্পিতভাবে নদীর উপর অবৈধ বেড়িবাঁধ এবং অসংখ্য নেট-পাটা দিয়ে পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি করা হয়েছিলো। আগামী শনিবারও জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ ওই সকল নেট-পাটা ও বেড়ি বাঁধ উচ্ছেদ করা হবে।

উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর জাগো নিউজকে বলেন, মানুষের সৃষ্ট ওই জলাবদ্ধতা দূর করতেই সরকারি নদী-খালে দেয়া অবৈধ নেট-পাটাসহ বেড়ি বাঁধ উচ্ছেদ করা হয়েছে। তা না হলে প্লাবিত ওই সকল এলাকার হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভিক্ষের মধ্যে পড়বে।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রিন্টু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ জোয়াদ্দার, খান নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত ১০/১২দিনের অবিরাম বর্ষণে ডুমুরিয়া অঞ্চলের অনেকাংশ তলিয়ে গেছে।

আলমগীর হান্নান/এমজেড/পিআর