ধাওয়া খেয়ে ফেনসিডিলের বস্তা ফেলে ব্যবসায়ীর পলায়ন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া খেয়াখাট এলাকায় জনগণের ধাওয়া খেয়ে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শ্যামনগর থেকে ঘোলা-ত্রিমোহনী হয়ে একটি টিম এক বস্তা ফেনসিডিলসহ খেয়াপার হচ্ছিলেন। স্থানীয়রা এটি বুঝতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন। পরে তাদেরকে ধাওয়া করা হলে তারা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যান।
এ বিষয়ে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ জাকির হোসেন জাগো নিউজকে জানান, জনগণের ধাওয়া খেয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলের একটি বস্তা ফেলে পালিয়ে যান। বস্তায় ৮৪টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে। রাত ১০টার দিকে আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সানা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুল হাসানের কাছে এগুলো হস্তান্তর করা হয়েছে।
আকরামুল ইসলাম/এসআর/পিআর