ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু

প্রকাশিত: ০৯:২৯ এএম, ৩১ জুলাই ২০১৫

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত একটানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু করেছে। তবে আরিচা-কাজির হাট নৌরুটে লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ এর আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান জাগো নিউজকে জানান, পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৫টি লঞ্চ ও যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে ১০টি লঞ্চ চলাচল করে।

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এখানে হালকা দমকা বাতাস ও নদী দুটিতে কিছুটা ঢেউয়ের সৃষ্টি হয়। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের তীব্রতা বেড়ে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এ বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল ঝুঁকির মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় বেলা ১০টা থেকে নৌপথ দুটিতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। শুক্রবার সকাল ১০টার দিকে আবহাওয়া অনুকূলে আসলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু করেছে।

পাটুরিয়া ঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জাগো নিউজকে জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নয়টি রো রো (বড়), পাঁচটি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি চলাচল করছে। এ ফেরিগুলো বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী ও যানবাহন পারাপার করছে। ঘূর্ণিঝড় কোমেনের তেমন প্রভাব এখন পর্যন্ত এই নৌপথের ফেরিতে পড়েনি।

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা আবহাওয়া পর্যবেক্ষণ করছেন। তা ঝুঁকিপূর্ণ হলে ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হবে বলে জানান রাসেল।

এমজেড/পিআর