ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নৌযান চলাচল শুরু

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ৩১ জুলাই ২০১৫

ঘূর্ণিঝড় ‘কোমেন’র কারণে একদিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে দেশের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিটিএ’র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
 
বিআইডব্লিউটিএ জানিয়েছে, শুক্রবার সকালে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে।এর পর থেকে নৌযান চলাচল শুরু হয়েছে।  

এ আগে বুধবার রাতে ঘূর্ণিঝড় কোমেন এগিয়ে আসায় আবহাওয়া অধিদফতর সংকেত বাড়িয়ে ৭ নম্বর করলে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিএ। রাতে সন্দ্বীপের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করার পর শুক্রবার সকালে ঘূর্ণি ঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়। এতে সমুদ্রবন্দরগুলোকে ৭ ও ৫ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এএইচ/এমএস