লালমনিরহাটে কারেন্ট জাল জব্দ : জরিমানা আদায়
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামে অর্ধলক্ষ টাকার কারেন্ট জাল জব্দসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রামের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএমএ মমিন।
কারেন্ট জাল বিক্রির দায়ে বাউরা বাজারের ৬ জন ব্যবসায়ীকে আটক করে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৫০ হাজার টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়ে ফেলা হয়। কারেন্ট জাল বিক্রির দায়ে ৬ জন ব্যবসায়ীর প্রত্যেকর এক হাজার টাকা হারে ৬ হাজার টাকা ও বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধে কয়েক জনের ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আঙ্গরী বেগম জাগো নিউজকে জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার বাউরা বাজারে কারেন্ট জাল বিক্রি বন্ধে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত বসান পাটগ্রামে সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএমএ মমিন।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রবিউল হাসান/এমজেড/এমএস