ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পণ্যবাহী গাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৮ মে ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে গোমতী সেতু পর্যন্ত অন্তত ১৩ কিলোমিটার সড়ক শুক্রবার সকাল থেকেই যানজটের কবলে পড়েছে।

তবে গজারিয়ার ভাটেরচর থেকে যানজটের তীব্রতা বেশি। ঢাকা থেকে কুমিল্লাগামী লেনে গাড়ি চললেও ঢাকামুখি যানবাহন অনেকটা স্থবির হয়ে আছে। অতিরিক্ত গাড়ির চাপে এমন যানজটের সৃষ্টি হয়েছে। তবে এরমধ্যে পণ্যবাহী যানবাহনই বেশি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকামুখি গাড়ির চাপে যানজটের সৃষ্টি। গজারিয়ার ভাটেরচর এলাকা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়িই যানজটের প্রধান কারণ। যানবাহনের ৯০ ভাগ পণ্যবাহী। তবে কুমিল্লাগামী লেনে যানজট নেই।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

আরও পড়ুন