‘ইফতার সামগ্রী আনতে যাওয়া ৯ নারী হিটস্ট্রোকে মারা গেছেন’
চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে নিহতের ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকের কথা জানিয়েছে পুলিশ। যদিও এর আগে স্থানীয় একজন প্রতিনিধির পক্ষ থেকে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের এসপি জাসানুজ্জামান মোল্লা জাগো নিউজকে বলেন, ‘নিহতদের সবাই নারী। অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে।’
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নে শিল্প গ্রুপ কবির স্টিলের মালিক মো. শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম জাগো নিউজকে বলেন, ‘স্থানীয় এক ব্যক্তির যাকাত দেয়ার খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। এর মধ্যে অনেকে গতরাত থেকে ঘটনাস্থলে উপস্থিত হন। সকাল সকালে ওই ভিড় আরো ব্যাপক আকার ধারণ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্তত ৯ জন নারীর মৃত্যুর খবর পাই।’
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া জানান, ‘৩০-৪০ হাজার মানুষ ইফতার সামগ্রী নিতে ওই বাড়িতে ভিড় করেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকে লোকজন সেখানে আসেন। অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
সাতকানিয়ায় নিহতরা হলেন, খাগরিয়া থানা এলাকার ছগির আহমদের মেয়ে হাসিনা আক্তার (৪০), আহমদ শফির মেয়ে ঢেমশা থানার হাসানের স্ত্রী রিনা বেগম (৩০), একই এলাকার সাকি (২২) ,খাগরিয়া এলাকার রশিদা আক্তার (৫০), বান্দরবানের নুর আয়েশা (৬০), লোহাগাড়ার কলাউজান এলাকার জোসনা বেগম (২৫), টুনটুনি (১৩) ও নুরজাহান (১৮) ও চন্দনাইশের আনোয়ারা বেগম (৬০)।
এসএইচএস/পিআর