কসবায় আবারো লাইনচ্যুত সেই মালবাহী ট্রেন
চালু হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আবারো ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে কসবা রেলওয়ে স্টেশনের আউটারে সেই মালবাহী ট্রেনের একটি বগি আবারো লাইনচ্যুত হয়েছে।
রেলওয়ের কুমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম অভিমুখী সেই মালবাহী ট্রেনের একটি বগির ছয়টি চাকা আবারো লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এর আগে দুপর ১টার দিকে কসবা রেলওয়ে স্টেশনে এই মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে প্রায় দুই ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বগিটি অন্যত্র সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বভাবিক হয়।
# ঢাকা-চট্টগ্রাম রুটে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন