পাবনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাবনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ভেজাল মবিল কারখানাকে ১ লাখ টাকা জরিমানা এবং ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসরাম এবং সহকারী পুলিশ সুপার মমিনুল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ইয়ার উদ্দিন দীর্ঘদিন ধরে পাওয়ার ফোরটি, সুপার সিএনজি, জিএল পাওয়ার, পাওয়ার জিটি, ফোরেক্স টুটি এবং ফোরেক্স সুপার লুব নামে ভেজাল মবিল প্যাকেটজাত করে বাজারজাত করে আসছিল। এ প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স ও পরিবেশগত সার্টিফিকেটও নেই।
একে জামান/এসএস/আরআইপি