সরিষার তৈল কাণ্ডে, সখীপুরে একই পরিবারের ৮ জন অজ্ঞান
টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৮ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনার শিকার হয়েছেন, আবদুর রহিম (৬৫), তার স্ত্রী জায়দা বেগম (৫০), ছেলে ইমরান হোসেন (২৩), মেয়ে তাহমিনা পারভীন (১৪) এবং তাহেরা আক্তার (৯)। এছাড়া মর্জিনা বেগম ( ৫৫), তার ছেলে বুলবুল তালুকদার( ২২) এবং রাসেল আহমেদ (২৪)।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে এক ব্যক্তি আবদুর রহিমের বাড়িতে এসে বলে তার কানে পোকা ঢুকেছে। এরপর তিনি রান্না ঘরে সরিষার তৈল আনতে যায়। এর কিছুক্ষণ পরে ওই লোক চলে যায়। পরে রান্না শেষে দুপুরে খাবার খাওয়ার পর ওই বাড়ির ৮ সদস্য সবাই অজ্ঞান হয়ে পড়ে। ওই বাড়ির অপর এক সদস্য সন্ধ্যায় বাড়ি ফিরে তাদেরকে বিভিন্ন স্থানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া বুলবুল তালুকদার জানান, অজ্ঞাত লোকটি বাড়ির সর্বস্ব লুট করার উদ্দেশ্যেই হয়তো রান্না ঘরে থাকা খাবারে কিছু মিশিয়েছিল।
এ প্রসঙ্গে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থাকা ডা. সামিউল ইসলাম জানান, তারা প্রত্যেকেই এখন আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন।
আরিফ উর রহমান টগর/এমএএস/আরআইপি