ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেই জেব্রাগুলো এখন গাজীপুর সাফারি পার্কে

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১০:৫৬ এএম, ১০ মে ২০১৮

যশোরের শার্শা উপজেলার একটি গরুর হাটের খাটাল থেকে উদ্ধারকৃত আটটি জেব্রা বুধবার গভীর রাতে ওয়াইল্ড লাইফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর পরপরই ওয়াইল্ড লাইফের সদস্যরা জেব্রাগুলোকে বিশেষভাবে তৈরি বাক্সে বন্দি করে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠিয়েছে। ওয়াইল্ড লাইফ খুলনার বন পরিদর্শক রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে যশোর ডিবি পুলিশের একটি টিমে শার্শা উপজেলার সাতমাইল পশুহাটের একটি খাটাল থেকে ৯টি জেব্রা উদ্ধার করে। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। খবর পেয়ে ওয়াইল্ড লাইফের খুলনা অফিসের আট সদস্যের একটি টিম ঘটনাস্থলে আসে। এরপর দিনব্যাপী আইনি কার্যক্রম শেষে আদালত জেব্রাগুলোকে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানোর নির্দেশ দেন।

সে মোতাবেক পুলিশ জেব্রাগুলোকে ওয়াইল্ড লাইফের সদস্যদের কাছে হস্তান্তর করে। এরপর রাত ১২টার পর তারা জেব্রাগুলোকে বিশেষভাবে তৈরি বাক্সে বন্দি করে একটি ট্রাকযোগে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠিয়ে দেয়।

এদিকে পুলিশ জানিয়েছে, মৃত জেব্রাটিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় পুঁতে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে।

মিলন রহমান/আরএআর/পিআর

আরও পড়ুন