ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৭:৪৩ এএম, ৩০ জুলাই ২০১৫

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় প্রদান করেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. শামীম (২৮)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার হরতুকির টেক গ্রামের আব্দুল মজিদের ছেলে।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, শ্রীপুরের বেলদিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে চম্পা আক্তারের (২০) সঙ্গে শামীমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শামীম তার চম্পাকে বিভিন্ন সময় শারীরির ও মানসিকভাবে নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে চম্পা তার বাবার বাড়ি চলে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় এবং চম্পাকে আর নির্যাতন করবে না মর্মে প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে শামীম। ২০১১ সালের ৫ জানুয়ারি রাতে শামীম তার বসত ঘরে শ্বাসরোধ করে চম্পাকে হত্যা করে। পরে এ ব্যাপারে চম্পার বাবা দুলাল মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোতালেব মিয়া মামলার তদন্ত শেষে ওই বছরের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে বৃহস্পতিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক সাক্ষ্য প্রামাণ শেষে অভিযুক্ত মো. শামীমকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহমেদ এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন মো. সাহাব উদ্দিন মোড়ল।
                
মো. আমিনুর ইসলাম/এসএস