জয়পুরহাটে ব্যবসায়ী হত্যায় ৩ আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে ঔষধ ব্যবসায়ী তরিকুল ইসলাম হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের তোফাজ্জল হোসেন মোল্লার ছেলে এমরান হোসেন জনি (৩০), সদর উপজেলার সগুনা আমপাড়া গ্রামের ফরিদ হোসেনের ছেলে রবিউল ইসলাম বিপ্লব (১৯) এবং জয়পুরহাট পৌর এলাকার পাঁচুরচক গ্রামের নূর হোসেন মন্ডলের ছেলে শাকিল হোসেন মন্ডল (২৭)। আসামিদের মধ্যে শাকিল হোসেন মন্ডল পলাতক রয়েছেন।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইনজীবী (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ, জয়পুরহাট শহরের আমতলী এলাকার পদ্মা ক্লিনিকের নিচে তরিকুলের ঔষধের দোকানে একটি ম্যানি ব্যাগ হারানোকে কেন্দ্র করে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর রাতে আসামিরা সবুজ নগর এলাকার একটি নার্সারিতে ডেকে নিয়ে তরিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তরিকুলের বাবা জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকার আব্দুল কুদ্দুস মন্ডল বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর ওই তিন জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাশেদুজ্জামান/আরএ/এমএস