ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান শুরু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৮ মে ২০১৮

সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠামালা শুরু হয়েছে। ২৫ বৈশাখ মঙ্গলবার সকালে কাছারিবাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আব্দুল হামিদ লাভলু ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসাইন খান প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন ডা. অধ্যক্ষ আব্দুস ছাত্তার।

sirajgonj1

আগামী বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এদিকে কবির স্মৃতিধন্য শাহজাদপুর কাছারিবাড়িসহ বিভিন্ন স্থাপনা রঙিন সাজে সাজানো হয়েছে। কবির জন্মজয়ন্তী উপলক্ষে দর্শনার্থীদের জন্য কাছারিবাড়ি জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠান ঘিরে ঢল নেমেছে রবীন্দ্র ভক্তদের।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/এমএস

আরও পড়ুন