ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজন হত্যা : তিন পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৯ জুলাই ২০১৫

সিলেটে নির্মম নির্যাতনে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় জালালাবাদ থানার সাময়িক বরখাস্তকৃত ওসি (তদন্ত) আলমগীর হোসেন এবং দুই এসআই আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে এবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

এই তিন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে বুধবার রাত ৯টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল­াহ জানান।

বুধবার এই নোটিশ প্রদান করা হয়েছে জানিয়ে রহমত উল­াহ জানান, সাতদিনের মধ্যে তাদেরকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।

প্রসঙ্গত, রাজন হত্যাকাণ্ডের পর দায়িত্বে অবহেলা এবং খুনিদের বাঁচানোর চেষ্টার অভিযোগ ওঠে ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রমাণ পাওয়ায় গত শুক্রবার এসআই আমিনুল ও জাকিরকে সাময়িক বরখাস্ত এবং সোমবার ওসি (তদন্ত) আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, ৮ জুলাই সামিউল আলম রাজনকে সিলেট নগরীর কুমারগাঁওয়ে নির্যাতন করে হত্যা করা হয়। রাজনের বাবার অভিযোগ খতিয়ে দেখতে গত ১৪ জুলাই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিয়ে এসএমপি পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেন এসএমপি কমিশনার কামরুল আহসান। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হলেও গত ১৭ জুলাই কমিটির সময় আরো পাঁচদিন বাড়ানো হয়।

অতিরিক্ত পুলিশ-কমিশনার এসএম রুকন উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিতে আরো ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুশফেকুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা।

ছামির মাহমুদ/বিএ