ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার বিমানবন্দর বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৯ জুলাই ২০১৫

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর- উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় কোমেনে পরিণত হয়েছে। এ অবস্থায় কক্সবাজার অভ্যন্তরীণ রুটে যাতায়াতরত সকল বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার রাত ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের সব সমুদ্রবন্দরকে সাত নম্বর এবং পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, কক্সবাজারে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে বিমানবন্দরের সকল উপকরণ সরিয়ে নেয়া হচ্ছে।

পাশাপাশি বিমানবন্দরের লাইটিং ব্যবস্থা বন্ধ করা হয়েছে। বিপদ এড়াতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।

বিএ