ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নতুন ৫ শতাধিক নেতাকর্মী পেলো আ.লীগ

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুরে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উন্নয়ন সমাবেশে বিএনপির নেতাকর্মীরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করে।

মতলব উত্তর উপজেলা বিএনপির বর্তমান কমিটির দপ্তর সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কাজী মুজাম্মেল হক, উপজেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ ওবায়েদ উল্যাহ হাওলাদার ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

বিএনপির এত নেতাকর্মী এক সঙ্গে আওয়ামী লীগে যোগদানের বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি এবং প্রধান বক্তা ছিলেন শিক্ষানুরাগী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আবুল খায়েরের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী ওচমান গনি পাটওয়ারি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীণা, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, মতলব ইয়ং ক্লাবের সভাপতি আশফাক চৌধুরী মাহি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার আখি, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।

মতলব উত্তর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কাজী মুজাম্মেল হক জাগো নিউজকে বলেন, স্থানীয় এমপি ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের ব্যাপক উন্নয়ন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে বিএনপির রাজনৈতিক সখ্যতা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অবমূল্যায়নের কারণেই আমি এবং আমার অনুসারীদের নিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করি।

ইকরাম চৌধুরী/এমএএস/জেআইএম

আরও পড়ুন