বঙ্গোপসাগরে নিখোঁজ মেহেন্দিগঞ্জের ৮ জেলের খোঁজ মেলেনি
গভীর বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবে নিখোঁজ মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ জেলের দু’দিনেও খোঁজ মেলেনি। গত সোমবার মধ্যরাতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের সকলের বাড়ি উপজেলার আলিমাবাদ ইউনিয়নের শ্রীপুর এলাকার বাহেরচর গ্রামে। নিখোঁজ জেলেরা হলেন, ট্রলারের মাঝি সিদ্দিক শেখ (৪২), জেলে আব্বাস হাওলাদার (৩০), জাহাঙ্গীর (২৮), মামুন আকন (৩৫), জুয়েল খাঁ (৩২), সিদ্দিক চৌকিদার (৪৫), নাসির খাঁ (৪৫) ও অজ্ঞাত পরিচয়ের এক জেলে।
তবে ডুবে যাওয়া ট্রলারের ৩ জেলেকে অন্য ট্রলারের মাঝিরা উদ্ধার করার পর কুয়াকাটার মহীপুরে পৌঁছে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা হলেন, শামসুল হক মোল্লা (৩০), শহীদুল ইসলাম (৪৫) ও হুমায়ুন সরদার (১৭)।
বিষয়টি জানতে বুধবার দুপুরে যোগাযোগ করা হলে স্থানীয় ইউপি সদস্য মাহমুদ বেপারী উদ্ধার হওয়া জেলেদের বক্তব্যের বরাত দিয়ে জাগাে নিউজকে জানান, ওই মাছধরা ট্রলারটি ১১ জেলে নিয়ে গত সোমবার সকালে মেহেন্দিগঞ্জ থেকে রওনা হয়ে রাতে সাগরে পৌঁছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রচণ্ড ঢেউয়ের তোরে গভীর রাতে ট্রলারটি ডুবে যায়। পরদিন মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের অন্য একটি মাছধরা ট্রলার ৩ জেলেকে সাগরে ভাসতে দেখে তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের মঙ্গলবার রাতে মহীপুর বন্দরে পৌঁছে দেওয়া হলে গভীর সাগরে ট্রলার ডুবি ও ৮ জেলে নিখোঁজ থাকার ঘটনা জানাজানি হয়। নিখোঁজ হওয়া জেলেদের বাড়িতে এ ঘটনা জানার পর পরিবার ও স্বজনদের মধ্যে আহাজারি চলছে।
মাহমুদ বেপারী জানান, গভীর সাগরে ট্রলার ডুবির নির্দিষ্ট স্থান বলতে পারেননি উদ্ধার হওয়া জেলেরা। তবে তাদের উদ্ধারকারী ট্রলার ঘটনাস্থল থেকে মহীপুরে পৌঁছতে ৯ ঘণ্টা সময় লেগেছে।
সাইফ আমীন/এমজেড/আরআইপি