ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৯ এপ্রিল ২০১৮

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবাব আলী মোল্লা (৩৮) নামে একজন নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে সদর উপজেলার আঁগড়দাড়ি ইউনিয়নের আবাদেরহাট এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের স্থান থেকে একটি পিস্তল, একটি গুলি, দুটি রাম দা ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নবাব আলী মোল্লা সদর উপজেলার বকচরা গ্রামের মুজিত মোল্লার ছেলে। পুলিশের দাবি তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতা, মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, নবাব আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তালা উপজেলার পাটকেলঘাটা থেকে তাকে গ্রেফতার করে পাটকেলঘাটা থানা-পুলিশ। সাতক্ষীরা থানায় তার নামে একাধিক মামলা থাকায় তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে নবাব আলী অস্ত্রের তথ্য দেন। অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে পুলিশের একটি দল ভোর চারটার দিকে আবাদেরহাট এলাকায় রওনা দেয়। ঘটনাস্থল থেকে দুইশ গজ আগে পুলিশের ওপর গুলি ছোড়া হয়। আত্মরক্ষায় পুলিশও গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে ১৫ মিনিট ধরে গুলি বিনিময় চলে। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

দুর্বৃত্তের ছোড়া গুলিতে নবাব আলী ও পুলিশের তিন সদস্য আহত হয়। নবাব আলীসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে নবাব আলীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় দুটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এফএ/এমএস

আরও পড়ুন