ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কীর্তনখোলা লঞ্চের মালিক ও ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

ঢাকা ব্যাংক বরিশাল শাখার কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া কাগজপত্র দিয়ে জালিয়াতির মাধ্যমে সাড়ে ৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস এবং ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথার বাসা থেকে কীর্তনখোলা লঞ্চের মালিক ফেরদৌস এবং নগরীর বটতলা থেকে ঢাকা ব্যাংকের ম্যানেজার কাজী জাফর হাসান ও ক্রেডিট ইনচার্জ মো. হাসান আলীকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় পরিচালক আবু সাঈদ জানান, মঞ্জুরুল আহসান তার প্রতিষ্ঠান মেসার্স মঞ্জুরুল আহসান অ্যান্ড কোংয়ের নামে ৬ বছর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া কাগজপত্র দিয়ে জালিয়াতির মাধ্যমে ঢাকা ব্যাংক বরিশাল শাখা থেকে সাড়ে ৫ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ করেন।

এ ঘটনায় ওই ব্যাংকের বরিশাল শাখার তৎকালীন ম্যানেজার মো. মালেক হাওলাদার বাদী মঞ্জুরুল আহসানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছে দুদক বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এবিএম সবুর।

মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পর বুধবার সন্ধ্যায় মঞ্জুরুল আহসান এবং জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত ওই ব্যাংকের বর্তমান ম্যানেজার কাজী জাফর হাসান ও ক্রেডিট ইনজার্জ মো. হাসান আলীকে গ্রেফতার করা হয়।

সাইফ আমীন/এএম/এমএস

আরও পড়ুন