ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরের বিপন্ন গন্ধগোকুল উদ্ধার

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

যশোরে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করে বনবিভাগের সহায়তায় বনে অবমুক্ত করেছে পরিবেশকর্মীরা। বুধবার দুপুরে পরিবেশবাদী সংস্থা গ্রীন ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশনের প্রচেষ্টায় শহরের ঘোপ বৌ-বাজার এলাকা থেকে এটি উদ্ধার করে বিকেলে অবমুক্ত করা হয়।

গ্রীন ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ জানান, যশোরের ঘোপ বৌ বাজার এলাকায় বিপন্ন এই প্রাণিটিকে সাধারণ পথচারীরা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনিসহ পরিবেশকর্মী হেলাল আহমেদ সাগর ও স্থানীয় পরিবেশকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যশোর সামাজিক বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলমকে বিষয়টি অবহিত করেন। এরপর এলাকাবাসীর হাত থেকে প্রানিটিকে বাঁচিয়ে নিয়ে আসা হয়। পরে বিকেলে যশোর সামাজিক বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম, সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল ও গ্রীন ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজসহ বন বিভাগের কর্মচারীদের উপস্থিতিতে দায়তলার একটি বনে প্রাণিটিকে অবমুক্ত করা হয়।

মিলন রহমান/আরএআর/এমএস

আরও পড়ুন