ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাকার রায় বহাল রাখায় চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: ০৫:০১ এএম, ২৯ জুলাই ২০১৫

আপিল বিভাগে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।  মানববন্ধনে বক্তারা রায় দ্রুত কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.গাজী সালেহ উদ্দিন বলেছেন, এ রায়ে মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে। এখন এ রায় দ্রুত কার্যকর করা প্রয়োজন। এছাড়া তার বাবাকেও যারা হত্যা করেছে তারও বিচার দাবি করেন তিনি।

সাকা’র রায় বহাল রাখার পর চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো ধরনের কর্মসূচি দেয়া হয়নি বিএনপি’র পক্ষ থেকেও। সকাল থেকে বিএনপি নেতাদের মোবাইল ফোনও রয়েছে বন্ধ।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতেও  মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে পুলিশ ও বিজিবি। এসকল এলাকায়ও কোনো ধরনের মিছিল  বা সমাবেশ করেনি বিএনপি।

এসএস/এমএস