ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জালে আটকা ১১০ কেজি ওজনের বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী থেকে ১১০ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। সোমবার সকালে হাজি বিরাম উদ্দিনের জালে বিশাল এই মাছটি আটকা পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমান।

হাজি বিরাম উদ্দিন জানান, সকালে তিনি ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ তার জালে ১১০ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়ে। পরে অন্য মৎস্যজীবীদের সহায়তায় মাছটি তীরে তোলেন। পরে সিলেট নগরের বন্দরবাজারের মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিনের কাছে ৭১ হাজার টাকায় বিক্রি করেন। বিকেলে তিনি বন্দরবাজারের লালবাজারে এনে বাঘাইড় মাছটি কেটে ১৫০০ টাকা কেজি ধরে বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, এককভাবে মাছটি কেউ ক্রয় করতে রাজি না হওয়ায় কেটে কেজি দরে বিক্রি করেছি।

ছামির মাহমুদ/আরএআর/এমএস

আরও পড়ুন