মা চলে যাওয়ার ক্ছিুক্ষণ পরই ছেলের ওপর নির্যাতন শুরু
ফেনীর সোনাগাজীতে একটি গ্যারেজে রফিকুল ইসলাম তানভীর (১২) নামে এক শিশুকে নির্যাতনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গ্যারেজ মালিক করিম মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলা পরিষদের সামনে করিম মিয়ার গ্যারেজে দীর্ঘদিন ধরে কাজ করতো সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের রবিউল হকের ছেলে তানভীর। সেখানে কারণে অকারণে গ্যারেজ মালিক শিশুটিকে মারধর করতো। এতে মালিকের নির্যাতন সহ্য না করতে পেরে শিশুটি কিছুদিন আগে বাড়িতে পালিয়ে যায়। পরে তার মা তাকে বুঝিয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গ্যারেজ মালিকের কাছে রেখে যায়।
এর পরপরই শিশুটির ওপর ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মালিক তাকে বেধড়ক পিটিয়ে বেঁধে রাখে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও কেউ মালিকের ভয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায় ও মালিককে আটক করে।
সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যারেজ মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরএ/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ