ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুকে প্রশ্নপত্র সরবরাহের প্রলোভনে টাকা হাতিয়ে নিতেন তারা!

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৩ এপ্রিল ২০১৮

ফেসবুকে এইচএসসির প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারকচক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে রংপুর র‌্যাব-১৩। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মুন্সিপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুড়িগ্রাম কৃজ্ঞপুর মিস্ত্রিপাড়ার মো. হানিফের পুত্র শাহজালাল (১৭), সাজুর পুত্র তারিকুল (১৭) ও সিরাজুল ইসলামের পুত্র সিহাব (১৬)।

র‌্যাব জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে অভ্র ফাহিম নামে একটি ফেসবুক অ্যাকাউন্ড খুলে এইচএসসির প্রশ্নপত্র সরবরাহের কথা বলে বিভিন্ন এলাকার ছাত্রদের নিকট থেকে বিকাশে অর্থ নিয়ে প্রতারণা করে আসছিল।

প্রতারকচক্রের সদস্য শাহজালাল ও পরে তরিকুলের বিকাশ নম্বরে বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

এ ব্যাপারে রংপুর র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার এএসপি শাহিনুর কবির জানান, আটকরা প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ড খুলে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করে আসছিল।

জেডএ

 

 

 

 

 

আরও পড়ুন