গোদাগাড়ীতে ফেনসিডিলসহ নৌকা আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফেনসিডিলসহ একটি নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেলে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর নওশেরা ঘাটের বিপরীতে পদ্মা নদী থেকে ফেনসিডিলসহ নৌকাটিকে আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৩৭ বিজিবির গোদাগাড়ী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আশরাফ হোসেন জানান, পদ্মা নদীতে ফেনসিডিল চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির হাবিলদার আবদুল জাব্বারের নেতৃত্বে বিজিবির একটি দল নদীতে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নৌকা থেকে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ২৯৮ বোতল ফেনসিডিলসহ নৌকাটিকে উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়। উদ্ধারকৃত ফেনসিডিল পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি