ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বপ্ন পূরণ হলো ৯০ বছর বয়সী নয়তন নেছার

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২২ এপ্রিল ২০১৮

অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম'এ সংবাদ প্রকাশের পর ৯০ বছর বয়সী অসহায় নয়তন নেছার হাতে পৌঁছালো সরকারি সহায়তা কার্ড।

শুক্রবার দেশের জাগোনিউজ২৪.কম'এ সংবাদ প্রকাশের পর রোববার সাপ্তাহিক প্রথম কর্মদিবসের প্রথম প্রহরে গাজীপুরের শ্রীপুরের নগর হাওলা গ্রামের বৃদ্ধা নয়তন নেছার বাড়িতে সরকারি সহায়তা কার্ড পৌঁছে দেয়ার নির্দেশ দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম।

আগের নিউজটি পড়তে ক্লিক করুন : ৯০ বছরের নয়তন নেছার সঙ্গেও ধোঁকাবাজি

পরে গাজীপুর ইউনিয়নের ইউনিয়ন সমাজকর্মী মোহাম্মদ আলী সকাল সাড়ে নয়টায় নয়তন নেছার বাড়িতে হাজির হয়ে একটি বয়স্ক ভাতার কার্ড প্রদান করেন। এসময় স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

কার্ড পেয়ে বৃদ্ধ নয়তন নেছা আবেগে আপ্লুত হয়ে উঠেন। তিনি জানান, এই সরকারি সহায়তা কার্ডের আশায় তিনি দীর্ঘদিন ছিলেন অবশেষে তার স্বপ্ন পূরণ হলো। এখন অন্তত এই সহায়তার মাধ্যমে তিনি একটু হলেও ভালো চলবেন।

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, সরকারি সহায়তা প্রাপ্তদের চিহ্নিত করে থাকে স্থানীয় জনপ্রতিনিধিরা। এর বাইরে কেউ থাকলে তার ব্যবস্থা আমরা করে থাকি। সংবাদমাধ্যমের মাধ্যমে এই অসহায় বৃদ্ধের খোঁজ পেয়ে তার প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। তাকে একটি সহায়তা কার্ড করে দেয়া হয়েছে। এখন থেকে তিনি প্রতি মাসে সরকারি সহায়তা পাবেন।

শিহাব খান/এমএএস/আরআইপি