শিবচরে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে বিরল প্রজাতির চিতা একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। উদ্ধার তক্ষকটি শনিবার উপজেলার একটি গহীন অরণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ।
বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আকবর শিকদার কান্দি গ্রামের বারেক শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি বিরল প্রজাতির চিতা তক্ষকসহ চার পাচারকারীকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ তক্ষক পাচারের অপরাধে আটক চার পাচারকারীকে চার মাস করে কারাদণ্ড দেন। উদ্ধার তক্ষকটি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
শনিবার সন্ধ্যার পর উপজেলা বন কর্মকর্তা সিরাজুল ইসলাম, শিবচর থানার এসআই রিপন মোল্লাসহ প্রশাসনের কর্মকর্তারা উদ্ধারকৃত চিতা তক্ষকটি উপজেলার একটি গহীন অরণ্যে নিয়ে অবমুক্ত করেন। তক্ষকটির জীবনের নিরাপত্তায় অবমুক্ত করার পর প্রায় এক ঘণ্টা প্রশাসনের কর্মকর্তারা সেখানে অবস্থান করেন।
শিবচর উপজেলা বন কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম