ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২১ এপ্রিল ২০১৮

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে রোকেয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ভাই মহিউদ্দিন বাদি হয়ে থানায় নিহতের স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে স্বামী পারভেজ পলাতক রয়েছেন

মামলায় যৌতুকের দাবিতে এ গৃহবধূকে খুন করার কথা উল্লেখ রয়েছে। শুক্রবার রাতে এওচিয়া ইউনিয়নের পূর্ব চূড়ামনি গ্রামের সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন জাগো নিউজকে বলেন, ‘শ্বশুর বাড়িতে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে একটি মামলা হয়েছে। নিহত রোকেয়া বেগমের ভাই মহিউদ্দিন বাদি হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। স্বামী পারভেজ পলাতক রয়েছেন।’

‘খবর পেয়ে চূড়ামনি গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তা জানা যাবে।’

এ দিকে মামলার বিষয়ে জানতে বাদি মহিউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সংযোগ স্থাপন করা যায়নি।

আবু আজাদ/এসআর/এমএস

আরও পড়ুন