ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলের লোহাগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৮ জুলাই ২০১৫

নড়াইলের লোহাগড়া বাজারে চারটি মিষ্টির দোকান ও চারটি মুদি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা মার্কেটিং অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত মুদি দোকানি শাহীন স্টোর ও মা-কালি ভান্ডারকে ৫০০ টাকা করে, মোল্যা স্টোরকে দুই হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে এক হাজার টাকা এবং রউফ মিষ্টি ভান্ডারকে পাঁচ হাজার টাকা, সঞ্জয় মিষ্টি ভান্ডারকে এক হাজার টাকা এবং নরেন্দ্র ও সুরেন্দ্র সুইটসকে পাঁচশত টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোতে মেয়াদউত্তীর্ণ পণ্য এবং নিম্নমানের খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা ক্রেতা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ এবং জেলা কৃষি বিপণন অধিদফতরের মার্কেটিং অফিসার শরিফুল ইসলাম।

হাফিজুল নিলু/এসএস/আরআইপি