ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১১:২৬ এএম, ২৮ জুলাই ২০১৫

ঝিনাইদহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ওয়াড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজর আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফজর আলী ওই গ্রামের একু মোল­ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয় ফজর আলী। সে সময় তিনি ওয়াড়িয়া গ্রামের মাঠে গেলে সেখানে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএ/পিআর