জমি দখলমুক্ত করে বৃদ্ধার ঘর বানিয়ে দিল পুলিশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রভাবশালীদের দখলে থাকা এক বৃদ্ধার জমি দখলমুক্ত বাড়ি তৈরি করে দিয়েছে পুলিশ। প্রভাবশালীরা এই বৃদ্ধার বসতভিটা এতদিন দখল করে রেখেছিল।
দীর্ঘ ২২ বছর আদালতে বিচারাধীন থাকার পর গত জানুয়ারিতে জমিটি নিজের পক্ষে ডিক্রি পান উপজেলার টাঙ্গনগাতি গ্রামের বৃদ্ধা সাবজান বেগম।
বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
পুলিশ সূত্র জানায়, ২২ বছর আদালতে বিচারাধীন থাকার পর গত জানুয়ারিতে জমিটি নিজের পক্ষে ডিক্রি পান সাবজান বেগম। পরে পুলিশের উপস্থিতিতে বসতঘর নির্মাণ করেন সাবজান বেগম। এরপর গত ১২ এপ্রিল সন্ধ্যায় তার বসতঘর ভেঙে দেয় মামলায় হেরে যাওয়া প্রভাবশালীরা।
এ ঘটনার পরদিন বৃদ্ধা সাবজান বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জাকির নামে একজনকে গ্রেফতার করে। পাশাপাশি বৃদ্ধাকে বসতঘর নির্মাণ ও জমিটি দখলমুক্ত করে দেয় পুলিশ।
বৃদ্ধা সাবজান বেগম বলেন, ‘পুলিশেরা আমার ঘর বানিয়ে দিচ্ছেন। আমার দুশ্চিন্তামুক্ত লাগছে। আমার ভালো লাগছে।’
এ বিষয়ে স্থানীয় জটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক ঝন্টু বলেন, ‘যারা এর সঙ্গে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার হবে।’
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘যারা দুষ্কৃতিকারী, যারা তার ঘর ভেঙে দিয়েছে এবং উচ্ছেদ করেছে তাকে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চলছে। তার অসহায়ত্বের কথা বিবেচনা করে আমরা নিজেরাই চাঁদা দিয়ে ফান্ড জেনারেট করে তার ঘরটা করে দিচ্ছি।’
বিএ