ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবান-চট্টগ্রাম সড়কে যান চলাচল শুরু

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৮ জুলাই ২০১৫

সড়কে পানি কম থাকায় বান্দরবান-চট্টগ্রাম সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্য সীমিত আকারে যানবাহন জেলা সদর থেকে ছেড়ে যাচ্ছে।

সাতকানিয়া উপজেলার ৭নং ওয়ার্ড কমিশনার অলি আহমেদ জানান, বড়দুয়ারা এলাকায় সড়কে সকালে হাঁটু পরিমাণ পানি থাকায় সীমিত আকারে ছোট-বড় যানবাহন চলাচল করছে।

বান্দরবান পূরবী কাউন্টার ম্যানেজার মহসিন বলেন, সড়কে পানি কম থাকায় সীমিত আকারে পূরবীসহ অন্যান্য চেয়ারকোচ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে সড়কে থেকে পানি নেমে গেলে সব ধরনের চেয়ারকোচ চলাচল স্বাভাবিক করা হবে।

উল্লেখ্য, পাঁচ দিনের টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধিতে বান্দরবান-কেরানীহাট সড়কে বড়দুয়ারা এলাকায় প্লাবিত হওয়ার কারণে চারদিন যাবত বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সৈকত দাশ/এআরএ/আরআইপি