ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটের ৫ কলেজের পাঠদান কার্যক্রম বাতিল হচ্ছে

প্রকাশিত: ০৯:১০ এএম, ২৮ জুলাই ২০১৫

চলতি বছর একাদশ শ্রেণিতে কোনো শিক্ষার্থী না পাওয়ায় সিলেটের পাঁচ কলেজের পাঠদান বাতিল হচ্ছে। চার দফা মেধাতালিকা প্রকাশিত হলেও ওই পাঁচটি কলেজে ভর্তি হতে কোনো শিক্ষার্থীই আগ্রহ দেখায়নি। শিক্ষার্থীবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কলেজের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ও পড়েছে বিপাকে।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কলেজের স্বীকৃতি টিকিয়ে রাখার জন্য প্রতি বিভাগে ২৫ জন শিক্ষার্থী থাকার নিয়ম রয়েছে। তাই শিক্ষার্থী না পাওয়ায় এসব কলেজ অস্তিত্ত্ব সঙ্কটে পড়েছে। কারণ তাদের দ্বাদশ শ্রেণিতেও খুব একটা শিক্ষার্থী নেই। কোনো কোনো কলেজে দ্বাদশ শ্রেণিতে একজনও শিক্ষার্থী নেই। শিক্ষার্থীবিহীন এসব কলেজ না রাখার পক্ষেই মত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দ্রুতই পরিদর্শন করে এসব কলেজের অনুমোদন বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় ও সিলেট শিক্ষাবোর্ড।

সিলেট শিক্ষাবোর্ডে ৫টি কলেজের মধ্যে সিলেট নগরের মিরাবাজারস্থ নাইট কলেজ, ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, বিশ্বনাথ উপজেলার মফিজ আলী স্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জ সদর উপজেলার জুবলি স্কুল অ্যান্ড কলেজ ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি কলেজ রয়েছে। এসব কলেজ এখন পর্যন্ত একাদশ শ্রেণিতে কোনো শিক্ষার্থী পায়নি।

সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক মোস্তফা কামাল আহমদ জাগো নিউজকে বলেন, যেসব কলেজ একাদশ শ্রেণিতে কোনো শিক্ষার্থী পায়নি, তাদের ব্যাপারে মন্ত্রনালয় থেকে কারণ দর্শানো ব্যাপারে বলা হয়েছে। সিলেটের দুই একটি কলেজ বাদে বাকি কলেজগুলো ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর অনুমোদন পেয়েছে। এখনো ভর্তির কার্যক্রম চলছে। ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পর মন্ত্রনালয়ে জবাব দেওয়া হবে।

ছামির মাহমুদ/এমজেড/এমএস