পটুয়াখালীতে সড়কে আলপনায় বর্ষবরণ
বাংলা নববর্ষ ১৪২৫ বরণ উপলক্ষে প্রথমবারের মতো পটুয়াখালী শহরের মূল প্রবেশ পথ বাহারি আলপনায় ফুটিয়ে তোলা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ও দি পটুয়াখালী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে শুক্রবার রাত ৮টা থেকে এ আলপনা আঁকা শুরু হয়।
এতে অংশ নিয়েছেন ভলান্টিয়ার ফর পটুয়াখালী, ভলান্টিয়ার ফর বাংলাদেশের ৩০ জনের বেশি স্বেচ্ছাসেবী। নিজেদের মনের মতো রঙে শহরের সার্কিট হাউজ সড়কটিকে সাজিয়ে তুলছেন তারা।
ভলান্টিয়ার ফর পটুয়াখালীর যুব প্রতিনিধি মো. জহিরুল ইসলাম বলেন, পটুয়াখালীতে প্রথমবারের মতো বর্ষবরণ উপলক্ষে সড়কে আলপনা করা হচ্ছে। এতে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে।
দি পটুয়াখালী চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই পটুয়াখালীবাসী বিভিন্ন ধরনের উৎসবে মেতে উঠুক। তাই মানুষকে আনন্দ দেবার জন্য জেলা প্রশাসান ও চেম্বারের এই যৌথ চেষ্টা। আশা করি, সড়কের আলপনা সকলের ভালো লাগবে।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান বলেন, মনের মাধুরী মিশিয়ে কল্পনার জগৎকে ফুটিয়ে তোলার আরেক নাম আলপনা। বাঙালির সকল প্রাণের উৎসবে মিশে আছে আলপনার রঙ। আমরা এভাবে আলপনা অাঁকার মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই- ‘আসুন, আমরা এভাবে সুন্দর করে দেশটা সাজাই’।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমবিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ